বাদ পড়তে পারেন 'এই' ৪০০০ পরীক্ষার্থী!

শীর্ষ আদালতের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবার এক বড় সিদ্ধান্ত নিতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhijit ganguly justice

নিজস্ব সংবাদদাতা: ১৮ মাসের ডিএলএড প্রশিক্ষণরতরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবার সিদ্ধান্ত নিতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৪ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিয়ে কোর্টে জানাতে হবে।

চাকরিরত হলেও বহু চাকরিপ্রার্থী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল থেকে ১৮ মাসের ডিএলএড কোর্স করেন। এদিকে তাঁদের অনেকে আবার চাকরির জন্য নতুন করে আবেদনও করেছেন। তাদেরই চাকরি প্রক্রিয়া থেকে বাদ যাওয়ার সম্ভাবনা বলে সূত্রের খবর। সেই সংখ্যাটা হল ৪০০০।  

hiring.jpg