চাকরি বাতিল! চরম সিদ্ধান্ত নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

মন্ত্রীর মেয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছিল এই অভিযোগে কলকাতা হাইকোর্টে ছুটে গিয়েছিলেন ববিতা সরকার। সেই চাকরি পেয়েছিলেন তিনি। এবার তাঁরও চাকরি গেল। যিনি চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনিই ববিতার চাকরি বাতিলের নির্দেশ দিলেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
babita

নিজস্ব সংবাদদাতা: আন্দোলন করে চাকরি পেয়েছিলেন ববিতা সরকার (Babita Sarkar)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করে তুমুল লড়াইয়ের পর চাকরি পেয়েছিলেন তিনি। মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল। অঙ্কিতা যতদিন চাকরি করেছিলেন ততদিনের বেতনও ববিতাকে দিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এবার সেই ববিতার চাকরি বাতিল করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। ৬ মাসের মধ্যেই চাকরি গেল ববিতার। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদকে (Secondary Education Board) ববিতার চাকরি বাতিল করার নির্দেশ দিলেন তিনি। নির্দেশ দিয়েছেন যে ববিতার চাকরি দেওয়া হোক অনামিকা রায়কে।