দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ আরজি কর কাণ্ডে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। প্রতিবাদের ঢেউ উঠেছে দেশ ছাড়িয়ে বিদেশেও। জেলায় জেলায় বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষরা।
এই আবহেই আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের টাবাগেড়্যা এলাকা থেকে আলোককেন্দ্র পর্যন্ত ' জাস্টস ফর আরজি করে'র দাবীতে একটি মিছিল করা হয়।
এই মিছিলে এলাকাবাসী থেকে পড়ুয়া সবাই পা মিলিয়েছে। প্রায় ৩ কিমি রাস্তা জুড়ে এই মিছিলের আয়োজন করা হয়। অরাজনৈতিকভাবে এই মিছিলে শতাধিক মানুষ আজ পা মেলায়।