'শাহজাহান রাত ১২ টার মধ্যে ED অফিসে হাজিরা দেবে'!

সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েন ইডির কর্তারা। ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
shahjahan

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: "রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে, এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? যদি তদন্তকারীরা মার খান, তাহলে তদন্ত কীভাবে হবে?" সন্দেশখালির ঘটনার পর সকালেই এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাতে সল্টলেকের বেসরকারি হাসপাতালে আহত ইডি আধিকারিকদের দেখতে এসে আবার ক্ষোভ উগরে দিলেন তিনি। বলেন, "পুলিশের উপর ভরসা আছে। পুলিশ পরিচালনার উপর ভরসা নেই। পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে। পুলিশকে হাত খুলে কাজ করতে দিলে, দুর্বৃত্তদের সহজেই উড়িয়ে দেওয়া যাবে"। "শেখ শাহজাহান রাত বারোটার মধ্যে ইডি অফিসে হাজিরা দেবে বলে আমি আশা করি", দাবি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

hiring.jpg