নিজস্ব সংবাদদাতা: একদিকে তখন সিজিওতে সিবিআইয়ের জেরার মুখোমুখি বসে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর বাইরে তখন ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর স্লোগান চলছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে। এমনই ঘটনার সাক্ষী থাকলো সল্টলেক চত্বর। আজ স্বাস্থ্য ভবন অভিযান চলছে জুনিয়র চিকিৎসকদের।
File Picture
তবে গত রাতের ডাকে শুধুমাত্র জুনিয়ররা নয় এই অভিযানে সামিল হয়েছেন বহু সিনিয়র চিকিৎসকেরাও। সবার গলাতে একটাই কথা, ‘আমরা আমাদের বোনকে বাঁচাতে পারিনি। এখনও ন্যায় বিচারও পায়নি সে। এই ভাবে ঘরে বসে থাকা যায় না। তাই আজ জুনিয়রদের সাথে পা মিলিয়েছেন তারাও’। স্বাভাবিক ভাবেই জুনিয়র-সিনিয়র ভিড়ে সল্টলেকের রাস্তায় ঢল নেমেছে চিকিৎসকদের। দাবি একটাই, ‘বিচার চাই!’