নিজস্ব সংবাদদাতা: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের বৈঠকগুলোতে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি জানালেও এই বৈঠকে মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিং হচ্ছে। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, শেষ দুবছরের পরীক্ষার খাতা চেক করলে অনেক কিছু প্রকাশ্যে চলে আসবে। তিনি বলেন, সেই খাতাগুলো সরকারি কোনও সংস্থা নয়, কেন্দ্রীয় সংস্থাগুলো পরীক্ষা করলেই সমস্ত কিছু সামনে চলে আসবে।
এই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকরা বলেন, আমরাও চাই এই খাতাগুলো পুনরায় পরীক্ষা করা হোক। তা হলে দেখা যাবে, অনেকে রয়েছেন, যাঁদের ১০ নম্বর পাওয়ার যোগ্যতা নেই, তাঁরাও অনেক ভালো ভালো নম্বর নিয়ে পাশ করছেন। আমরা চাই, সমস্ত কিছু প্রকাশ্যে আসুক।
মেডিক্যাল কলেজগুলোতে নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফের সরব হলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা জানান, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন না হলে থ্রেট কালচার বন্ধ হবে না। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক স্পষ্ট করে বলে দেন, আমরা চাই না ভবিষ্যতে যেন আরও বিরূপাক্ষ তৈরি হোক। অন্যদিকে, মুখ্যমন্ত্রী অভিযুক্ত এই চিকিৎসকদের নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, যে নেই, তার নাম নিয়ে আলোচনা করতে চাই না।
যে ১০ দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করেছিলেন, অনশন করছেন, তার মধ্যে অন্যতম মেডিক্যাল কলেজগুলোতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন। শনিবার মুখ্যসচিব অনশন মঞ্চে যান। সেখানে মুখ্যসচিবের ফোন থেকে মুখ্যমন্ত্রীর ফোন থেকে জুনিয়র চিকিৎসকরা কথা বলেন। তখনই মুখ্যমন্ত্রী নবান্নে বিকেল পাঁচটার সময় বৈঠকের কথা জানিয়ে দেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সমস্ত মেডিক্যাল কলেজগুলোতে নির্বাচন তিন-চার মাসের আগে করা সম্ভব নয়।