BREAKING: ৪১ দিনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন-কর্মবিরতি! ফের গেল মেইল

এবার মেইলে কী দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Junior Doctors

নিজস্ব সংবাদদাতা: ৪১ দিনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন-কর্মবিরতি। ফের তাদের কাছ থেকে গেল একটি মেইল। মুখ্য সচিবের সঙ্গে নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হতাশ জুনিয়র ডাক্তাররা। মুখ্য সচিবের কাছ থেকে মেইল না পাওয়ায় পাল্টা মনোজ পন্থকে নিজেই মেইল করলেন জুনিয়র ডাক্তাররা।  

ক্লম

১৫টি পয়েন্ট উল্লেখ করে এই মেইল পাঠালেন জুনিয়র ডাক্তাররা।