নিজস্ব সংবাদদাতা: ডেড লাইন পার। এবার আমরণ অনশনে বসলেন জুনিয়র চিকিৎসকরা। আগেই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁরা কর্মবিরতি ফিরিয়ে নেবেন। সেই প্রসঙ্গে বলেন, ইতিমধ্যে তাঁরা সম্পূর্ণ কর্মবিরতি ফিরিয়ে নিয়েছেন। অনেক জুনিয়র চিকিৎসক ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়, সমস্ত জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেবেন। কিন্তু তাঁরা কিছু খাবেন না। প্রথমে অনশন মঞ্চে ছয় জন চিকিৎসক অনশন শুরু করেন। তাঁদের মধ্যে একজন সিনিয়র চিকিৎসক রয়েছেন বলে জানা গিয়েছে।
গতকাল সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন, ১০ দফা দাবি সরকারকে পূরণ করতে হবে। সেই দাবি পূরণের জন্য সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। জুনিয়র চিকিৎসকরা বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে সেই দাবি পূরণ না হলে, তাঁরা আমরণ অনশনে বসবেন। শনিবার সন্ধে সাড়ে আটটার সময় সেই সময়ীমা পেরিয়ে যায়। সাড়ে আটার সময়েই জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক সম্মেলন করে আমরণ অনশনের ঘোষণা করেন। তাঁরা জানান, অনশন মঞ্চের স্বচ্ছতা আনতে তাঁরা সেখানে সিসিটিভি ক্যামেরা বসাবেন।
এছাড়া জুনিয়র চিকিৎসকরা শুক্রবার অভিযোগ করেছিলেন, তাঁদের এক সহকর্মীকে পুলিশ শারীরিক হেনস্তা করেছিল। লাথি মেরেছিল। তারজন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে। যদিও কলকাতা পুলিশ এই বিষয়ে কোনও ক্ষমা চায়নি।