নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যু ও স্যালাইনকাণ্ডে চিকিৎসকদের উপরেই দায় চাপিয়েছে রাজ্য সরকার। কাদের আড়াল করতে দোষ চাপালেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন চিকিৎসক মহলে। সিনিয়র, জুনিয়র মিলিয়ে সাসপেন্ড করা হয়েছে ১২ জনকে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ক্ষুব্ধ চিকিৎসক মহলের একাংশ।
বৃহস্পতিবার একই দিনে আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। তল্লাশির নামে চলে তছনছ, অভিযোগ আসফাকুল্লা। ঘটনার প্রতিবাদে সরব জুনিয়র ডাক্তাররা। আজ আরজি কর মেডিক্যাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল রয়েছে জুনিয়র ডাক্তারদের।
আরজি করের ঘটনার অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো জানান, পুলিশের নোটিস পাঠিয়ে আন্দোলন দমন করা যাবে না। আরও জোরদার হবে ডাক্তারদের আন্দোলন।