নিজস্ব প্রতিবেদন : নবান্নের বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা তাদের দীর্ঘমেয়াদী অনশন প্রত্যাহার করেছেন এবং স্বাস্থ্য ক্ষেত্রে পরিকল্পিত ধর্মঘটও তুলে নিয়েছেন। তবে তারা স্পষ্ট জানিয়েছেন যে, আন্দোলনের পথ ছাড়বেন না। দেবাশিস হালদার বলেছেন, তিলোত্তমার মা-বাবার অনুরোধে তাঁরা অনশন তুলে নিয়েছেন, এবং সমাজের বিশিষ্টজনদের কথার সম্মান রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নের বৈঠকে প্রশাসনের শরীরী ভাষা ও আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডাক্তাররা। তারা অভিযোগ করেছেন, বৈঠকে প্রবেশের সময় ‘উই ওয়ান্ট জাস্টিস’ ব্যাজ পরার অনুমতি দেওয়া হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে তাঁদের প্রিন্সিপালদের চুপ করানো হয়। দেবাশিস আরও জানান, মুখ্যমন্ত্রী সবকিছু জানেন, কিন্তু এতে তাঁদের সন্তুষ্টি নেই।
অন্যদিকে, অনশন প্রত্যাহার হলেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন থামানোর সিদ্ধান্ত নেননি। তারা আগামী শনিবার একটি মহা গণ কনভেনশনের ডাক দিয়েছেন, যেখানে স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এই পরিস্থিতি চিকিৎসকদের মধ্যে এক নতুন সংগ্রামের সূচনা করছে, যা সরকারের প্রতি তাদের দাবি আদায়ের লক্ষ্যে চলতে থাকবে।