নিজস্ব সংবাদদাতা: আবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেও যে কাজ হয়নি সেটা উল্লেখ করেই এই চিঠি।
ডিজিটাল বেড ভ্যাকেন্সি এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে নির্দিষ্ট পরামর্শ দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কলেজে কলেজে ছাত্র প্রতিনিধিদের নিয়ে গ্রিভেন্স রিড্রেসাল সেলগুলি এখনো তৈরি হয়নি। নিরাপত্তা ও সুরক্ষার বিষয় নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার প্রতিশ্রুতি। নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স, শক্তি টিম তৈরীর প্রতিশ্রুতি। কিন্তু এখনো এই বিষয়ে তাদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফে কোনওরকম যোগাযোগ করা হয়নি।