নবান্নে প্রবেশের আগে বিস্ফোরক দাবি করলেন জুনিয়র চিকিৎসকরা! কী রয়েছে সেখানে

তিন দফা দাবি নিয়ে বৈঠক করতে নবান্নে প্রবেশ করলেন জুনিয়র চিকিৎসকরা।

author-image
Tamalika Chakraborty
New Update
Junior doctors reached Kalighat

নিজস্ব সংবাদদাতা:  ইতিমধ্যে নবান্নে পৌঁছে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।  মুখ্য সচিবের প্রস্তাব মেনে ৩০ জনকে প্রতিনিধি দল নিয়ে নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কালীঘাটের বাসভবনে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি ছিল। যার প্রথম দফা দাবি নির্যাতিতার বিচার বর্তমানে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। সিবিআই তদন্ত করছে।  দ্বিতীয় ও তৃতীয় দফার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে। সেই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মত হননি। 

Junior Doctors

এখনও দুটো দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও আলোচনা হয়নি।  সেই  দাবি নিয়েই জুনিয়র চিকিৎসকরা নবান্নে আলোচনার জন্য গেলেন। তারমধ্যে অন্যতম ও প্রধান বিষয় হল সুরক্ষা। জুনিয়র চিকিৎসকদের জন্য হাসপাতালে সুরক্ষা, রেস্ট রুম। পাশাপাশি, জুনিয়র চিকিৎসকদের জন্য হাসপাতালে প্যানিক বাটন রাখার দাবি রয়েছে। জুনিয়র চিকিৎসকদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করতে হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও মেডিক্যাল কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়ে তোলার দাবি তোলা হয়েছে।  প্রতিটি কমিটিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখার দাবি করা হয়েছে। রকারি হাসপাতালে রোগী পরিষেবা সুনিশ্চিত করতে হবে। হাসপাতালে বেড নিয়ে দুর্নীতি বন্ধ করতে হবে। হাসপাতালে নার্স, স্থায়ী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে বলেও দাবি জানিয়েছেন। 

 tamacha4.jpeg