নিজস্ব সংবাদদাতা : বৃন্দা গ্রোভারের ভূমিকাকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন অনিকেত মাহাতো। তিনি জানিয়েছেন, দুদিন আগে জুনিয়র ডাক্তার এই কেস থেকে বেরিয়ে যাওয়ার পর তার অবস্থা আরও জটিল হয়ে উঠেছে। মাহাতো বলেন, "ব্যর্থতার দায় CBI কেই নিতে হবে। CBI তদন্ত মানেই বিচার পেয়ে গেছি, এমন নয়।"
তিনি আরও অভিযোগ করেছেন, রাজ্যটি এখন ধর্ষক ও খুনিদের জন্য মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে। CBI-র উপর ক্ষোভ প্রকাশ করে মাহাতো প্রশ্ন তোলেন, "৯০ দিন পরেও কেন চার্জশিট দিতে পারেনি CBI?"
অনিকেত মাহাতো এও জানান, পরিস্থিতির কোনো উন্নতি না হলে আবারও কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হবে।