বৃন্দা গ্রোভারের ভূমিকা নিয়ে প্রশ্ন : ফের কর্ম বিরতির সিদ্ধান্ত

অনিকেত মাহাতো CBI-র তদন্তকে ব্যর্থ বলে সমালোচনা করেছেন, দ্রুত বিচার না হলে আবারও কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Aniket

নিজস্ব সংবাদদাতা : বৃন্দা গ্রোভারের ভূমিকাকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন অনিকেত মাহাতো। তিনি জানিয়েছেন, দুদিন আগে জুনিয়র ডাক্তার এই কেস থেকে বেরিয়ে যাওয়ার পর তার অবস্থা আরও জটিল হয়ে উঠেছে। মাহাতো বলেন, "ব্যর্থতার দায় CBI কেই নিতে হবে। CBI তদন্ত মানেই বিচার পেয়ে গেছি, এমন নয়।"

Junior doctors

তিনি আরও অভিযোগ করেছেন, রাজ্যটি এখন ধর্ষক ও খুনিদের জন্য মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে। CBI-র উপর ক্ষোভ প্রকাশ করে মাহাতো প্রশ্ন তোলেন, "৯০ দিন পরেও কেন চার্জশিট দিতে পারেনি CBI?"

Rg kar

অনিকেত মাহাতো এও জানান, পরিস্থিতির কোনো উন্নতি না হলে আবারও কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হবে।