নিজস্ব সংবাদদাতা: এবার জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠন মুখ্যসচিবকে ইমেল করল। ৮ দফা দাবি জানিয়ে জুনিয়র চিকিৎসকদের এই সংগঠনটি মুখ্যসচিবকে ইমেল করেন। প্রসঙ্গত, এই সংগঠনে রয়েছেন থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকরা। যে থ্রেট কালচারের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদের একাংশ লড়াই করছেন।
জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনের ৮ দফা দাবি হল, থ্রেট কালচারের অভিযোগ নিয়ে একতরফা ভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পাশাপাশি টাস্ক ফোর্সে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও রাখতে হবে। আন্দোলনের নামে টাকা তুলছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট, অভিযোগ খতিয়ে দেখতে অডিট করতে হবে। আর জি কর মেডিক্যালের চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। ২০২১-এ রামপুরহাট মেডিক্যালে জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনারও তদন্ত করতে হবে। জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের জন্য অফিস ঘর বরাদ্দ করতে হবে।
আরজি করে থ্রেট কালচারের অভিযোগে ৪৯ জনকে সাসপেন্ড করে দেওয়া যায়। এই ৪৯ জন জুনিয়র চিকিৎসক হাইকোর্টের নির্দেশে ফের কাজে যোগ দেন। তাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে আরজি করের তরফে জানানো হয়েছে। তাঁরাই জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠন গঠিত করেছে।