'মাননীয়ার চেয়ারের সুতোর সঙ্গে কার কার চেয়ার বাঁধা?' চাঞ্চল্যকর অভিযোগ করলেন জুনিয়র ডাক্তাররা

মুখ্যমন্ত্রীকেই প্রশ্ন।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata37angry

নিজস্ব সংবাদদাতা: আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে তার বাসভবন কালীঘাটে বৈঠক করতে গিয়েছিলেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। তবে দীর্ঘক্ষণ আলোচনার পরেও বৈঠক সফল হয়নি। ফলে হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে তাদেরকে অবস্থান মঞ্চে। 

h

এদিকে এর মধ্যেই আর জি কর মেডিকেলে ধর্ষণ-খুনের অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে। 

sandipghoshrg-ezgif.com-resize (1)

এবার আন্দোলনকারীরা দাবি করছে যে সন্দীপ এবং অভিজিৎ মন্ডলের গ্রেফতারের খবর পেয়ে ভয় পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠক করতে চাননি। 

আন্দোলনকারীরা সাফ দাবী করলেন, "আমরা আলোচনা চাই। কিন্তু মাননীয়া আমাদের সঙ্গে আজ বৈঠক করলেন না। আমরা আরো ৩৫ দিন রাস্তায় বসে থাকতে পারি। আমরা জানতে চাই মাননীয়ার চেয়ারের সুতোর সঙ্গে কার কার চেয়ার বাঁধা আছে?" এই নিয়ে গত ৩৫ দিন ধরে ক্রমাগত রাস্তায় আন্দোলন এবং বিক্ষোভ করে চলেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ। আজ কালীঘাটে গিয়েও ফের আন্দোলনের পথেই যেতে হলো জুনিয়ার ডাক্তারদের। অনেকে রাগে এবং হতাশায় রীতিমতো কেঁদে ফেলেছে।

vf