জুনিয়র ডাক্তাররা চেয়ারের জন্য আন্দোলন করছে, এবার মুখ্যমন্ত্রীকে ঝাঁঝালো বার্তা জুনিয়র ডাক্তারদের

এবার মুখ্যমন্ত্রীকে ঝাঁঝালো বার্তা দিল জুনিয়র ডাক্তাররা।

author-image
Aniket
New Update
mamata36

File Picture

নিজস্ব সংবাদদাতা: জুনিয়র ডাক্তাররা চেয়ারের জন্য আন্দোলন করছে, মমতা ব্যানার্জির এই দাবির পরে এবার ঝাঁঝালো উত্তর এল জুনিয়র ডাক্তারদের তরফে। জুনিয়র ডাক্তাররা বলেছে, "বিচার চাইতে গিয়েছিলাম, চেয়ার চাইতে না, আমরা শুধু চাই নৃশংস ঘটনার শাস্তি, আপনি চাইছেন ডাক্তার বনাম সাধারণ মানুষ করে দিতে। আপনি মনে রাখবেন আমরা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা চাইছি। আমাদের দাবি চেয়ার নয়, আমাদের দাবি সুন্দর একটা সমাজ ব্যবস্থা, সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা। আমরা চেয়ার চাই না"।  

mamata ght.jpg

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, আদালতে মামলা চলছে, সিবিআই-এর হাতে রয়েছে তদন্তভার।

s

এই পরিস্থিতিতে লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। তবে তিনি বৈঠকের রেকর্ডিং করা যেতে পারে বলে জানিয়েছেন। তবে জুনিয়র ডাক্তাররা এই শর্তে রাজি নন। এরপরেই কার্যত এর পেছনে রাজনৈতিক রঙ দেখতে পান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রঙের মদত রয়েছে বলে জানিয়ে দেন। এরপরেই জুনিয়র ডাক্তারদের তরফে এই বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আরজি করের নির্যাতিতার প্রতিবাদের দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ২ রাত পেরিয়ে ৩ রাতে পড়েছে। এই বিষয়ে জুনিয়র ডাক্তাররা বলেছেন, "আমরা ৩৩ ঘণ্টা বসে রয়েছি, আরও ৩৩ ঘণ্টা বসে থাকব"।