প্রয়োজন আবার অনশন করব! হাসপাতাল থেকে ছাড়া পেতেই হুঙ্কার জুনিয়র চিকিৎসকের

শনিবার এনআরএস হাসপাতাল থেকে পুলস্ত্য আচার্যকে ছাড়া হয়। ছাড়া পেয়ে ফের অনশনে ফেরার বার্তা দিলেন তিনি।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
pulasta

নিজস্ব সংবাদদাতা:  ১০ দফা দাবিতে অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্যকে। শনিবার এনআরএস হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়।  ছাড়া পেয়ে ফের অনশনে ফেরার বার্তা দিলেন তিনি। 

ছাড়া পাওয়ার পর পুলস্ত্য আচার্য  সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'অসুস্থতার জন্য অনশন মঞ্চ ছাড়তে সেই সময় বাধ্য হয়েছিলাম। তবে এবার নিজেদের শারীরিক দুর্বলতা কাটিয়ে ফের অনশন মঞ্চে ফিরব। অনশন মঞ্চে হয়তো বসতে দেবে না শারীরিক অবস্থা দেখে। প্রয়োজন হলে অনশনে আবার বসব। তবে আন্দোলন মঞ্চে ফিরবই।' 

বার বার মুখ্যমন্ত্রী  জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলছেন, এই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক পুলস্ত্য বলেন, "উনি বলেছেন অনশন প্রত্যাহার করতে, তবে এটা বলে রাখা দরকার অনশনে থাকা চিকিৎসকরা বাদে সকলেই নিজেদের ডিউটি করে ওই মঞ্চে তারপর যাচ্ছেন। ভুল বার্তা যেন মুখ্যমন্ত্রী পোষণ না করেন যে অনশন হচ্ছে বলে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত আছে।" ফোনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যসচিবের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল পাঁচটার সময় বৈঠক করেন।