নিজস্ব সংবাদদাতা : প্রতিবাদ! নতুন লড়াইয়ের শুরু কামদুনির। ১০ বছর আগে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার রায়ে আদালত ফাঁসির সাজা রদ করেছে ৪ অভিযুক্তের। আর এখানেই জমছে আক্রোশ-ক্রোধ-অসন্তোষ। কলকাতা হাইকোর্টের রায়ের প্রতিবাদে কলকাতায় ধর্মতলা থেকে মিছিল করে কামদুনীর প্রতিবাদীরা জড়ো হবেন গান্ধী মূর্তির পাদদেশে। কলকাতায় বিশাল মিছিল। অন্য়দিকে কামদুনিতেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল রয়েছে। বিজেপির মহিলা মোর্চার সদস্যরা যোগ দিয়েছেন মিছিলে। মিছিল কলকাতায় হোক বা কামদুনীতে,দাবি একটাই, অভিযুক্তদের আরও কড়া সাজা দিতে হবে।