যাদবপুরে ছাত্রমৃত্যু কাণ্ডে কোপের মুখে 'আলু'

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের তিন তলা থেকে পড়ে ছাত্রর মৃত্যু হয়। এবার শাস্তি হবে ছাত্রদের।

author-image
Anusmita Bhattacharya
New Update
hostel

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের তিন তলা থেকে পড়ে ছাত্র মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে রাজ্যে। প্রশ্ন ওঠে হস্টেলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। জোরালো হচ্ছিল Ragging- এর তত্ত্ব। এবার সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিচ্ছে যাদবপুরের অ্যান্টি Ragging কমিটি। দ্রুত শাস্তির সুপারিশ করা  হল। অরিত্র মজুমদার ওরফে আলুকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করল অ্যান্টি Ragging কমিটি। রুদ্র চট্টোপাধ্যায়েরও শাস্তি হতে পারে। এক মাসের জন্য রুদ্রকে সাসপেন্ডের সুপারিশ করেছে যাদবপুরের অ্যান্টি Ragging কমিটি।