জোড়াবাগান থেকে উদ্ধার এলআইসি এজেন্টের দেহ, মৃত্যু নিয়ে রয়েছে রহস্য

চালকের বয়ান অনুযায়ী, ভিতর থেকে দরজা বন্ধ ছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Crime

File Picture

নিজস্ব সংবাদদাতা: জোড়াবাগান থানায় বাড়ি থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। উৎসবের শহরে চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার সেন লেনের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ বাড়ির পাঁচ তলার চিলে কোঠার ঘরে একাই থাকতেন। তাঁর একটি গাড়ি রয়েছে। সেই গাড়ি ভাড়ায় খাটাতেন। বৃহস্পতিবার সকালে গাড়ি ভাড়া ছিল। তিনি সে বাবদ ১০০০ টাকা অগ্রিমও নিয়েছিলেন। সকালে চালক পাপাই গাড়ির চাবি নিতে এসেছিলেন। তখন দেখে চিলেকোঠার ঘরের দরজা বন্ধ রয়েছে। 

bhgkiuk

চালকের বয়ান অনুযায়ী, ভিতর থেকে দরজা বন্ধ ছিল। অনেক ডাকাডাকিতে সাড়া না দেওয়ায় তিনি প্রতিবেশীদের জানান। প্রমোদ গুপ্তা নামে এক প্রতিবেশী সামনের দরজা ধাক্কা দিয়ে বন্ধ পেয়ে, পিছন দিক থেকে ঘুরে ছাদের দিকে দরজা ঠেলেন। দরজা ভেজানো ছিল তিনি ঘরে ঢুকে উপুড় অবস্থায় অভিজিৎ বাবুকে পোড়ে থাকতে দেখেন। 

এরপরই খবর দেওয়া হয় জোড়াবাগান থানায়। ঘটনাস্থলে আসে লালবাজার থেকে হোমিসাইড শাখার আধিকারিকরা এবং ডগ স্কোয়াড। সমগ্র এলাকা তন্ন তন্ন করে সার্চ চালাচ্ছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, বা কোনও মিসিং লিঙ্ক আছে কিনা, তাই খুঁজছে পুলিশ। কালীপুজোর দিন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

fdgfhhgju