সুখবর: মে দিবস থেকেই কলকাতাবাসীর জন্য দারুণ উপহার!

জোকা-তারাতলা রুটে দ্বিগুণ করা হবে মেট্রো পরিষেবা। এখন সারাদিনে আপ ও ডাউন লাইন মিলিয়ে পাওয়া যায় ১২টি পরিষেবা। ১ মে থেকে তা বেড়ে করা হবে ২৪টি।

author-image
Anusmita Bhattacharya
New Update
metro1

নিজস্ব সংবাদদাতা: জোকা-তারাতলা (Joka to Taratala Route) রুটে দ্বিগুণ করা হবে মেট্রো পরিষেবা (Metro Service)। এখন সারাদিনে আপ ও ডাউন লাইন মিলিয়ে পাওয়া যায় ১২টি পরিষেবা। ১ মে (1st May) থেকে তা বেড়ে করা হবে ২৪টি। দুপুরেও পাওয়া যাবে মেট্রো পরিষেবা। এদিকে, পুজোর আগেই এই রুটে যুক্ত হতে পারে মাঝের হাট স্টেশনটিও (Majerhat Station)। এবার পার্পল লাইনে (Purple Line) আগামী ১ মে সোমবার থেকে মেট্রো রেলের সংখ্যা প্রায় দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। বেহালা এলাকার যাত্রীদের সুবিধার জন্য় এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Metro Rail Authority)। বর্তমানে ৬০ মিনিট অন্তর একটি করে মেট্রো থাকে। তবে এবার এই রুটে ৪০ মিনিট অন্তর একটি করে মেট্রো পরিষেবা পাবেন। পার্পল লাইনে দুপুরবেলা পরিষেবার মধ্যে কোনও গ্যাপ হবে না। জোকা থেকে প্রথম মেট্রো চালু হবে সকাল ৮টা বেজে ৫৫ মিনিটে। আর শেষ মেট্রো পাওয়া যাবে ১৬.২০ মিনিটে।