পুজোর কার্নিভালের দিন কলকাতা সাক্ষী থাকবে দ্রোহের কার্নিভালের! কী ঘোষণা করলেন চিকিৎসকরা

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে মঙ্গলবার দ্রোহের কার্নিভালের ঘোষণা করা হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
Junior doctors

নিজস্ব সংবাদদাতা: পুজো কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'-এর ঘোষণা করলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পুজো কার্নিভাল হবে। সেদিনই কলকাতা সাক্ষী থাকবে দ্রোহের কার্নিভালের।  মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দ্রোহের কার্নিভাল অনুষ্ঠিত হবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। 

অন্যদিকে, আমরণ অনশনে ফের অসুস্থ হয়ে পড়লেন এক জুনিয়র চিকিৎসক।  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অলোক কুমার বর্মা রবিবার থেকে অনশন করছিলেন। করেছে। জানা গিয়েছে, শরীরে কটোনবডির পরিমাণ ব্যাপকহারে বেড়ে গিয়েছে। পাশাপাশি শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ছে। প্রভাব পড়তে শুরু করেছে কিডনিতে এবং লিভারে। হৃদস্পন্দন ও রক্তচাপ অনিয়মিত হয়ে পড়েছে। উত্তরবঙ্গে আলোক বর্মাকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।  ওই জুনিয়র চিকিৎসককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর জন্য আগে থেকে সিসিইউ তৈরি করে রাখা হয়েছিল। প্রসঙ্গত, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দুজন অনশন করছিলেন। আরও একজন অনশন নিজের অনশন অব্যাহত রয়েছে।

 tamacha4.jpeg