নিজস্ব সংবাদদাতা: নিজের নাকতলার বাড়িতে বসেই লিস্ট তৈরি করতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আলিপুর বিশেষ সিবিআই আদালতে আজ এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। জানা গেছে যে তালিকায় চূড়ান্ত অনুমোদন দিতেন খোদ পার্থ চট্টোপাধ্যায়। তদন্তকারীদের দাবি, অবাধে দুর্নীতি করতে নিজের পছন্দের লোকেদের নানা পদে বসিয়েছিলেন পার্থ। বাড়ির নিচে একটা অফিস খোলেন পার্থ চট্টোপাধ্যায়। সুবিরেশ ভট্টাচার্যকে সেখানে ডেকে তালিকা তুলে দিতেন পার্থ চট্টোপাধ্যায়। অভিযুক্ত প্রসন্ন রায় ও প্রদীপ সিংরাও ঘন ঘন আসতেন সেখানে, দাবি করল সিবিআই।