কংগ্রেস নাকি বিজেপির নেতা! এবার স্পষ্ট জানালেন শশী থারুর
আফ্রিদিকে 'জোকার' বলে উল্লেখ! বিস্ফোরক মন্তব্য করলেন আসাদউদ্দিন ওয়াইসি
ভারতের আট লক্ষ সেনা পহেলগাঁওয়ে হামলা আটকাতে পারল না! প্রাক্তন পাক ক্রিকেটারের তুমুল সমালোচনা
BREAKING: মুখ্যমন্ত্রীকে চিঠি!
আদালতে হাজির হওয়ার পর কী দাবি করলেন তাহাব্বুর রানা!
মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন মঞ্চে ডাকলেন পুলিশ অফিসারকে! তারপরেই থাপ্পড় মারার ইঙ্গিত
পহেলগাম জঙ্গি হামলা সংক্রান্ত বিষয়ে দলীয় নির্দেশ দিল কংগ্রেস
পাকিস্তানকে এখন ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে! গর্জে উঠলেন বিজেপি নেতা
সিদ্দারামাইয়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে কী বললেন চালবাদী নারায়ণস্বামী?

এবার আরও জোরালো আন্দোলন, অনশনে বসছেন চাকরিহারারা

যোগ্য-অযোগ্য চাকরিপ্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
b928a6d3-4171-4159-9772-057f1bddbc93

File Picture

নিজস্ব সংবাদদাতা: এসএসসি-তে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের আন্দোলন নতুন মোড় নিচ্ছে। কসবার ডিআই অফিস অভিযানে পুলিশের লাঠিচার্জের পর থেকেই চাকরিহারাদের ক্ষোভ ফেটে পড়েছে রাস্তায়। বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও তাঁরা এসএসসি দফতরের সামনে থেকে সরেননি। বরং অনশন শুরু করে আন্দোলনকে আরও জোরালো করে তুললেন।

আজ সকাল ১১টা থেকে অনশনে বসেছেন পঙ্কজ রায় নামে এক চাকরিহারা শিক্ষক। আন্দোলনকারীদের দাবি, এসএসসি 'মিরর ইমেজ' তালিকা প্রকাশ করুক, যাতে কারা বৈধভাবে চাকরি পেয়েছেন তা স্পষ্ট হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, যতদিন না পর্যন্ত এসএসসি এই তালিকা প্রকাশ করছে, ততদিন তাঁরা অনশন চালিয়ে যাবেন।

Ssc

এদিকে আন্দোলনের আরেক অংশ, ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’, আজ দুপুর ১২টা থেকে শিয়ালদহ থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মহামিছিলের আয়োজন করেছে। তাদের দাবি, পুলিশি নির্যাতনের ন্যায়বিচার এবং যোগ্য-অযোগ্য চাকরিপ্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন, এই মিছিলে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি তাঁরা চান না, যাতে আন্দোলন সম্পূর্ণভাবে অরাজনৈতিক থাকে তার জন্যে সাধারণ মানুষকে অনুরোধ করেছেন তাঁদের সাথে পা মেলানোর জন্য।