পুলিশের লাঠিচার্জে ক্ষুব্ধ রাজ্য! গড়িয়াহাটে শুয়ে বিক্ষোভ চাকরিহারাদের

গড়িয়াহাটে শুয়ে বিক্ষোভ দেখালেন চাকরিহারারা।

author-image
Tamalika Chakraborty
New Update
b928a6d3-4171-4159-9772-057f1bddbc93

নিজস্ব সংবাদদাতা: চাকরিহারাদের পুলিশের লাঠিচার্জের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় চাকরিহারারা বিক্ষোভ দেখান।  গড়িয়াহাটে বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষক ও শিক্ষককর্মীরা গড়িয়াহাটের মোড়ে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান। এদিন চাকরিহারা শিক্ষক-শিক্ষককর্মীরা বলেন, আগে সুপ্রিম কোর্ট পেটে লাথি মেরেছিল, আজ পুলিশ।”

WhatsApp Image 2025-04-09 at 13.46.48