৭ লক্ষ, ৪ লক্ষ! প্রকাশ্যে চাকরি বিক্রির রেট চার্ট

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির মত পুরসভায় নিয়োগ দুর্নীতির খোঁজ পেয়েছে ইডি। সেটা নিয়ে রীতিমতো তদন্ত শুরু হয়ে গেছে। এবার সামনে এল চাকরি বিক্রির রেট চার্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
job

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় কাকভোর থেকে ১৪ জায়গায় হানা দেয় ইডির দল। স্কুলে নিয়োগ দুর্নীতির মতো পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডেও বহু টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, রীতিমতো বিভিন্ন পদে চাকরির জন্য তৈরি করা হয় তার রেটচার্টও।

ইডি দাবি করছে যে ৪ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা দরে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি করা হয়েছে। টাইপিস্টের চাকরির রেট শুরু ৭ লক্ষ থেকে। পুরসভায় শ্রমিক, গাড়ির চালক, সাফাইকর্মী, পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ছিল ন্যূনতম ৪ লক্ষ টাকা। গ্রুপ সি-র চাকরির দাম হল ন্যূনতম ৭ লক্ষ টাকা। পুরসভার টাইপিস্টের চাকরির দাম শুরু ৭ লক্ষ টাকা থেকে। 

hiren