নিজস্ব সংবাদদাতা : রোদ-ঝড়-জলে নিয়োগের দাবিতে রাস্তায় বসে থাকতে দেখা গিয়েছে প্রাইমারি টেটের চাকরিপ্রার্থীদের। পুজোর দিনগুলিতেও হকের চাকরির দাবিতে রাস্তায় তারা। গোটা তিলোত্তমায় জখন জনজোয়ার বয়ে যাচ্ছে প্রতিমা দর্শনকে কেন্দ্র করে, তখন নতুন জামা, আলোর রোশনাই, উৎসবের আমেজ থেকে অনেক দূরে ওরা। দাবি একটাই, নিয়োগ। সপ্তমীক দুপুরে ধর্মতলায় চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন বাম নেতা মহম্মদ সেলিম। ১২ মাস হয়ে গেল রাস্তায় একই ভাবে চাকরির দাবিতে অবস্থান-বিক্ষোভ করছে প্রাইমারি টেটের ২০১৪ সালের টেট প্রার্থীরা। দাবি, প্রতিশ্রুতি নয় প্রতিকার চাই।ভুয়ো শিক্ষকদের বাঁচাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বলে ক্ষোভে ফেটে পড়েছেন বিক্ষোভকারীরা। চাকরি চুরি করে বিক্রির অভিযোগ বাম নেতার।