নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারিকৃত বড়ঞার বিধায়ক জীবন সাহাকে শনিবার নিজাম প্যালেস থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। সেই সময় তৃণমূল তার পাশে রয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি মাত্র ২ টো শব্দই খরচ করেন। বলেন, ''অবশ্যই আছে।''
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর দল থেকে বহিষ্কৃত হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়রা। এরপর জীবন সাহার গ্রেফতার হওয়ার পরেও দল কী পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। কিন্তু জীবনের দলে থাকা বা না থাকা নিয়ে এখনও কোনো পদক্ষেপ করেনি তৃণমূল। এরই মাঝে বিধায়কের গলায় দলকে নিয়ে শোনা গেল আত্মবিশ্বাসের সুর।
পাশে তৃণমূল? উত্তরে কী জানালেন বিধায়ক?
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারিকৃত বড়ঞার বিধায়ক জীবন সাহাকে শনিবার নিজাম প্যালেস থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। সেই সময় তৃণমূল সম্পর্কে মন্তব্য করলেন বিধায়ক।
Follow Us
নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারিকৃত বড়ঞার বিধায়ক জীবন সাহাকে শনিবার নিজাম প্যালেস থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। সেই সময় তৃণমূল তার পাশে রয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি মাত্র ২ টো শব্দই খরচ করেন। বলেন, ''অবশ্যই আছে।''
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর দল থেকে বহিষ্কৃত হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়রা। এরপর জীবন সাহার গ্রেফতার হওয়ার পরেও দল কী পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। কিন্তু জীবনের দলে থাকা বা না থাকা নিয়ে এখনও কোনো পদক্ষেপ করেনি তৃণমূল। এরই মাঝে বিধায়কের গলায় দলকে নিয়ে শোনা গেল আত্মবিশ্বাসের সুর।