নিজস্ব সংবাদদাতা: বেআইনি নির্মাণের অভিযোগ ওঠার পর হাই কোর্টের নির্দেশে মুর্শিদাবাদের বড়ঞা-২ গ্রাম পঞ্চায়েতের আফ্রিকা মোড়ের সাতটি দোকান সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে তারই মধ্যে একটিতে মাঝেমধ্যে বসতেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এই দোকানঘরটিকেই নাকি নির্বাচনী কার্যালয় হিসাবে ব্যবহার করতেন তিনি।
তবে বৃহস্পতিবার আলিপুর স্পেশাল সিবিআই আদালতে প্রবেশ করার সময় বড়ঞা তৃণমূল বিধায়ক দাবি করলেন যে ওই অফিস তাঁর ছিল না। পাশাপাশি বলেন যে নির্মাণ বেআইনি হলে তা ভেঙে ফেলা উচিত। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি নিজে কোনও বেআইনি কাজ করতেন কি না? উত্তরে তাঁর পাল্টা প্রশ্ন, ''ওটা আমার অফিস নয়। কে বলল ওটা আমার অফিস?'' এর পরই ভিতরে চলে যান জীবনকৃষ্ণ।