মাছ-মাংস-সবজি-ফলের আগুন দাম! কাল জামাইষষ্ঠী হবে কীভাবে?

জামাইষষ্ঠীর আগে চিন্তার ভাঁজ মধ্যবিত্ত শ্বশুর-শাশুড়ির কপালে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
jamai 3

নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই জামাইষষ্ঠী। চিংড়ি, পমফ্রেটের দামে পকেটে চাপ। ভালো ইলিশ অমিল।  ফলে জামাইয়ের পাতে কী দেওয়া যায় সেটা নিয়ে চিন্তার অন্ত নেই শ্বশুর শাশুড়িদের। জামাইষষ্ঠীর দিনে শ্বশুরবাড়ি গিয়ে কবজি ডুবিয়ে ভুরিভোজ কি আর হবে না জামাইদের?

jamaishosti

আজ বর্ধমানে হিমসাগর আমের দাম কেজি প্রতি একশো টাকা। শশা পঞ্চাশ টাকা কেজি। আপেল দুশো টাকা কিলো। একশো গ্রাম জামের দাম হল পঞ্চাশ টাকা। লিচু দেড়শো টাকা কেজি। মাঝারি ফুলকপির দাম চল্লিশ টাকা পিস। দেশি পটল ষাট টাকা কেজি দরে বিক্রি হল আজ। ঝিঙের দাম কেজি প্রতি দাম পঞ্চাশ টাকা। ভালো বেগুনেরও এক দাম। সাত আটশো গ্রামের ইলিশের দাম দেড় হাজার টাকা/কেজি। পমফ্রেট ছশো সাতশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাটা কাতলা মাছের দাম সাড়ে তিনশো টাকা কেজি।

Add 1