আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে চোখ আঁকায় হামলা যাদবপুরের জয়দীপ মজুমদারের উপর

যাদবপুরের বিজয়গড়ে স্থানীয় বিধায়কের উপস্থিতিতে জয়দীপ মজুমদারের ওপর হামলার অভিযোগ। ন্যায়বিচারের দাবিতে স্লোগান লেখার পর হামলার শিকার হন তিনি।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : যাদবপুরের বিজয়গড়ে জয়দীপ মজুমদারের ওপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। ৯ অক্টোবর দুপুরের দিকে তিনি ন্যায়বিচারের দাবিতে একটি ছবি এঁকে 'উই ডিমান্ড জাস্টিস' স্লোগান লেখেন। অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার সেখানে উপস্থিত হয়ে তাঁকে এই লেখাটি মুছে ফেলতে বলেন। জয়দীপ অস্বীকার করলে চিৎকার শুরু হয় এবং পরে হামলার শিকার হন।

publive-image

হামলার পর জয়দীপ জানান, তিনি যখন প্রতিবাদ করছিলেন, তখন বিধায়কের অনুগামীরা তাঁকে মারধর করে। তিনি বাঘাযতীন হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং যাদবপুর থানাতেও অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি সমাজে ন্যায়বিচারের প্রশ্ন উত্থাপন করেছে।

publive-image

এখন লক্ষ্য রাখতে হবে, এই ধরনের রাজনৈতিক চাপ ও সহিংসতার বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে। প্রশাসনের কাছে আশা, তদন্ত দ্রুত করা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।