আর জি করের আঁচ এবার যাদবপুরে! ৭ দফা দাবির কর্মসূচিতে শুরু হচ্ছে প্রতিবাদ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবং ২০২৩ সালের র‍্যাগিং কাণ্ডে ছাত্রের মৃত্যুর বিচারসহ সাত দফা দাবিতে প্রতিবাদ শুরু।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবং ২০২৩ সালের র‌্যাগিংকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর বিচারসহ সাত দফা দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ধরনায় বসছেন প্রতিবাদীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক, প্রাক্তনী এবং কর্মচারীরা অংশ নেবেন। নতুন গঠিত প্ল্যাটফর্ম 'জেইউ ফর জাস্টিস'-এর মাধ্যমে সাতটি দাবি তুলে ধরা হবে।

publive-image

• দাবিগুলির মধ্যে রয়েছে :

প্রথমত, আরজি কর-কাণ্ডের বিচার ও জুনিয়র ডাক্তারের নিরাপত্তার দাবির প্রতি সমর্থন।

দ্বিতীয়ত, অভয়া পরিক্রমার সময় গ্রেফতার ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নির্বাচন অবিলম্বে আয়োজনের দাবি।

publive-image

চতুর্থত, যাদবপুরের র‌্যাগিংকাণ্ডের তদন্ত দ্রুত সম্পন্ন করতে হবে।

পঞ্চমত, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে সুবিচার নিশ্চিত করতে হবে।

ষষ্ঠত, যৌন হেনস্থার বিরুদ্ধে লিঙ্গ সংবেদনশীল কমিটি গঠন এবং অভ্যন্তরীণ অভিযোগ কমিটি পুনর্গঠনের দাবি উঠেছে।

সপ্তমত, ফি বৃদ্ধির বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘থ্রেট কালচার’ নির্মূল করতে হবে।

jadavpurdeath

প্রতিবাদীরা আশা করছেন যে তাদের দাবি কার্যকরী পদক্ষেপের মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হবে।