স্থিতিশীল হলেও আপাতত হাসপাতাল থেকে ছুটি নেই যাদবপুর অস্থায়ী উপাচার্যের
যাদবপুরে ধুন্ধুমার কাণ্ড। বুধবার হাসপাতালে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত৷ হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে ভালো আছেন বলে জানাল হাসপাতাল ৷
নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রতিবাদী পড়ুয়ারা অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে দেখা করার দাবিতে সময় বেঁধে দিয়েছিলেন ৷ এদিকে তাঁর মধ্যেই উচ্চ-রক্তচাপজনিত সমস্যা নিয়ে বুধবার ইএম বাইপাসের কাছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অস্থায়ী উপাচার্য৷ এরপর কেটে গিয়েছে চব্বিশ ঘণ্টার বেশি৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ তাঁর সঙ্গে দেখা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ফাইল চিত্র
হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার উন্নতি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের ৷ কিন্তু এখনও রক্তচাপ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয় ৷ তাই উপাচার্যের রক্তচাপ ১৩০-৯০ বা তার আশপাশে৷ ফলত, এখনই হাসপাতাল থেকে ছুটি পাবেন না ভাস্কর গুপ্ত ৷