ফ্রেশারদের জন্য এখন থেকে পৃথক হোস্টেল! টনক নড়ল কর্তৃপক্ষের

যাদবপুরের ফ্রেশারদের জন্য এখন থেকে পৃথক হোস্টেল।

author-image
Aniruddha Chakraborty
New Update
jadavpurdeath

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ছাত্র মৃত্যুর অবশেষে টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। যাদবপুরের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য শেষ পর্যন্ত পৃথক হোস্টেলের ব্যবস্থা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস রজত রায় এই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিউ বয়েজ হোস্টেল এবার থেকে শুধুমাত্র স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য নির্দিষ্ট করা হল। চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

নিউ বয়েজ হোস্টেলে যেসব সিনিয়ররা আছেন, তাঁদের অন্য হস্টেলে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিউ বয়েজ হোস্টেলের সিনিয়র পড়ুয়াদের কোন হস্টেলে পাঠানো হবে, সেই বিষয়ে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ডিন অব স্টুডেন্টস। উল্লেখ্য, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হোস্টেলের বন্দোবস্তের কথা ইউজিসির নিয়মাবলীতে অনেক আগে থেকেই বলা রয়েছে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এতদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই নিয়ম মানা হত না। এবার শেষ পর্যন্ত যাদবপুরের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা করা হল।