নিজস্ব সংবাদদাতা : আজ কলকাতা হাই কোর্টে অভয়া মামলার শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তীব্র প্রশ্নবানের সম্মুখীন হতে হয় সিবিআইকে। আজ শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই-এর কাছে জানতে চান যে, অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল ?
/anm-bengali/media/media_files/i85BhsZPZnE9cIY3lWxC.png)
তার উত্তরে সিবিআই দাবি করে ''মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত ও আমাদের তদন্ত থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, তাতে আমরা এটাই বুঝেছি যে এটা কোনও গণধর্ষণ নয়। এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা। '' সিবিআই দাবি করে যে, দুর্ঘটনাস্থলে শুধুমাত্র একজন পুরুষের ডিএনএ পাওয়া গেছে। ওই ডিএনএ প্রোফাইলিং করেই সিবিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পেরেছে।