ছাড়িয়ে যাবে ৪৪ ডিগ্রী সেলসিয়াস, তাপে পুড়বে কল্লোলিনী কলকাতা

দহনজ্বালা থেকে রেহাই নেই।

author-image
Adrita
New Update
দস

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রেহাই নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, আরও সাত দিন চরম তাপপ্রবাহের জ্বালা সইতে হতে পারে বঙ্গবাসীকে। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে।  অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে।

বাংলাদেশে দীর্ঘতম তাপপ্রবাহ কি চলতি বছরেই ঘটতে যাচ্ছে? - BBC News বাংলা

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ছাড়া সল্টলেক, দমদম, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, সিউড়ি, ঝাড়গ্রাম, আসানসোল, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে। মেদিনীপুরে তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ হতে পারে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি হয়েছে। 

Bengal- Heatwave: দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ, তাপমাত্রা আরও বাড়বে

এক্ষেত্রে উল্লেখ্য যে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার গরম আরও কয়েক ডিগ্রি বাড়বে। আজ কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। রিয়েল ফিল ৪৫ ডিগ্রি, অর্থাৎ গরমের অনুভূতি হবে ৪৫ ডিগ্রির। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এখনই ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। 

Add 1