আরও বড় মাথা ধরতে তৎপর সিবিআই! তলব করা হতে পারে বিনীত গোয়েলকে

বিনীত গোয়েলকে সিবিআই তলব করতে পারে বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানির পর তাঁকে তলব করা হতে পারে।

author-image
Tamalika Chakraborty
New Update
vinit goel111

নিজস্ব সংবাদদাতা:  শনিবার আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।  শিয়ালদহ হাইকোর্ট তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা যাচ্ছে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই পরিস্থিতিতে সিবিআইয়ের ব়্যাডারে রয়েছে বিনীত গোয়েল বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যে বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানি রয়েছে। তার পরেই সিবিআই বিনীত গোয়েলকে তলব পাঠাতে পারে বিনীত গোয়েলকে। 

vineet goyal mamata bnerjee

পুলিশের ইন্সস্টিটিউশন্যাল হেড হিসাবে বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে একাধির প্রশ্ন উঠছে। যেখানে সিপি-র সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের কথোপকথন হয়েছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে অভিজিৎ মণ্ডল এড়িয়ে যান। এরপরেই কাউকে আড়াল করা বা ষড়যন্ত্রের তত্ত্ব আর জোড়াল হচ্ছে। অন্যদিকে, ১৪ আগস্ট আরজি কর হাসপাতালে ১৪ আগস্ট রাতে যে ভাঙচুরের ঘটনা ঘটে, সেখানে দাঁড়িয়ে বিনীত গোয়েল বলেছিলেন, “আমরা কোনও ভুল করিনি। আমি আমার অন্তর থেকে বলছি, আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। যদি সিবিআই প্রমাণ করতে পারে, আমি কিংবা আমার টিমের কেউ কাউকে আড়াল করার চেষ্টা করছি, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছি, আমাদের দায় থাকবে। আমরা রেসপন্সিবল ফোর্স, এভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় না।”

 tamacha4.jpeg