কৃষকদের অমরাবতীর নির্মাণ কাজ পুনরায় শুরু করার জন্য আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
মোদীকে এক হয়ে যাওয়ার অনুরোধ রাহুলের- খাড়গের পর এবার দ্বন্দ্ব ভুলে মোদীকে বিশেষ অনুরোধ রাহুলের- কি বললেন জানুন?
দ্বন্দ্ব ভুলে মোদীকে বিশেষ অনুরোধ খাড়গের- কী বললেন জানা দরকার আপনারও
বাইরে পাকিস্তান, আর ভেতরে লুকিয়ে থাকা ‘নেতৃত্বের মুখোশে’ কিছু মীরজাফর- আপনার ভাবনার বাইরে বড় দলকে নিশানা বিজেপি নেতার, কোন দলকে নিশানা করলেন বিজেপি নেতা?
হালাল কংগ্রেস নেতা গুলো আদৌ ভারতের তো? হালাল কংগ্রেস অর্থাৎ গাই বাছুর কংগ্রেস এরকমই- কংগ্রেসকে এযাবৎ চরমতম নিশানা
আমাদের দোষ কী? আমাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে? পাকিস্তানী মহিলা তুললেন প্রশ্ন
কেমন যাবে তুলা রাশির আজকের দিন?
কেমন যাবে বৃশ্চিক রাশির আজকের দিন?
রাশিফল- এই দুই রাশির দিন আজকে দারুন যাবে

মঙ্গলেই বীরভূমে পা অনুব্রতের! সবার আগে দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে!

মঙ্গলবার বীরভূমে অনুব্রত মণ্ডল ফিরবেন বলে জানা গিয়েছে। সেদিনই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন বলে জানা যাচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Anubrata

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবারই তিহাড় জেল থেকে বের হতে পারেন অনুব্রত মণ্ডল। দিল্লি থেকে সরাসরি তিনি কলকাতা হয়ে মঙ্গলবারই বীরভূমে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, মঙ্গলবার বীরভূমে মুখ্যমন্ত্রীর থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। 

মুখ্যমন্ত্রীর বরাবরই স্নেহধন্য হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল। আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুব্রত মণ্ডলের হয়ে সাফাই গাইতে শোনা গিয়েছে। এমনকী কোথাও যাওয়ার আগে মাঝ রাস্তায় বীরভূমে বরাবর অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতেন বলেও জানা যায়। একদিক থেকে যেমন যাচ্ছে, মঙ্গলবারই অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতে পারে, তেমনি জানা যাচ্ছে মঙ্গলবার বীরভূমে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Mamata Banerjee

প্রসঙ্গত,  সোমবার মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বর্ধমান হয়ে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেবেন। রাতে দুর্গাপুর সার্কিট হাউসে থাকবেন। সেখান থেকে বীরভূম যাওয়ার সম্ভাবনা। সেখানে দুপুর দেড়টা নাগাদ সেখানে প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। তবে সরকারিভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। মুখ্যমন্ত্রীর  বীরভূমে যাওয়া এদিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী বার বার ডিভিসিকে দায়ী করেছেন। ডিভিসিতে রাজ্যের দুই প্রতিনিধি পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।