নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবারই তিহাড় জেল থেকে বের হতে পারেন অনুব্রত মণ্ডল। দিল্লি থেকে সরাসরি তিনি কলকাতা হয়ে মঙ্গলবারই বীরভূমে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, মঙ্গলবার বীরভূমে মুখ্যমন্ত্রীর থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রীর বরাবরই স্নেহধন্য হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল। আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুব্রত মণ্ডলের হয়ে সাফাই গাইতে শোনা গিয়েছে। এমনকী কোথাও যাওয়ার আগে মাঝ রাস্তায় বীরভূমে বরাবর অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতেন বলেও জানা যায়। একদিক থেকে যেমন যাচ্ছে, মঙ্গলবারই অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতে পারে, তেমনি জানা যাচ্ছে মঙ্গলবার বীরভূমে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বর্ধমান হয়ে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেবেন। রাতে দুর্গাপুর সার্কিট হাউসে থাকবেন। সেখান থেকে বীরভূম যাওয়ার সম্ভাবনা। সেখানে দুপুর দেড়টা নাগাদ সেখানে প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। তবে সরকারিভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। মুখ্যমন্ত্রীর বীরভূমে যাওয়া এদিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী বার বার ডিভিসিকে দায়ী করেছেন। ডিভিসিতে রাজ্যের দুই প্রতিনিধি পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।