নিজস্ব সংবাদদাতা : ইসরায়েল বনাম ফিলিস্তিন। রাশিয়া-ইউক্রেনের পর আরো এক যুদ্ধ। ভয়াবহ পরিস্থিতি। হামলা আর পাল্টা আক্রমণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দুই দেশই। এবার যুদ্ধের প্রেক্ষাপটে গাঁজার পাশে দাঁড়িয়ে, শান্তি আহ্বানের বার্তা নিয়ে পথে জমিয়তে উলামায়ে হিন্দ। শনিবার মহালয়ার দিন দুপুরে রাজাবাজার থেকে শুরু হয় মিছিল। নেতৃত্বে সংগঠনের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। মিছিল শেষ হবে মৌলালীর রামলীলা ময়দানে। মিছিলে স্লোগান ওঠে, "ফ্রি ফিলিস্তিন"। যুদ্ধ নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরীর সাফ কথা, "যুদ্ধ সমস্যার সমাধান করবে না, সংলাপ হবে। আমরা গাজার সঙ্গে, আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি। তাদের যা কিছু প্রয়োজন, রক্ত হোক বা অন্যান্য কোনো সামগ্রী - আমরা সাহায্য করব। তাদের সবকিছু দাও।"