নিজস্ব সংবাদদাতাঃ রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো আসরে নেমে পড়েছে। এসবের মধ্যে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের উচিত রাজসাক্ষী হয়ে যাওয়া। নওশাদের সন্দেহ, জ্যোতিপ্রিয় মল্লিক মুখ খুললে অনেকের নাম চলে আসতে পারে।
আইএসএফ বিধায়ক নওশাদ বলেন, "জ্যোতিপ্রিয়বাবু অবশ্যই ষড়যন্ত্রের শিকার। তবে উনি দুর্নীতিমুক্ত নন, দুর্নীতিতে যুক্ত। সেই ষড়যন্ত্র কোথা থেকে, তা হয়ত উনি আগামী দিনে বলে দিতে পারবেন। আমার মনে হয় ওনার রাজসাক্ষী হয়ে যাওয়া দরকার এবং সব সত্য বলে দেওয়া দরকার।"