শান্তির জন্য পঞ্চায়েতের মনোনয়ন প্রত্যাহার? বড় বার্তা দিলেন বিধায়ক

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বারংবার হিংসার ঘটনা ঘটছে ভাঙরে। এহেন অবস্থায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।

author-image
SWETA MITRA
New Update
naushad.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মনোনয়নপত্র জমা করাকে কেন্দ্র করে রক্তাক্ত হয়েছে ভাঙর (Bhangar)। বহু মানুষের ঝরেছে রক্তে। ফলে নিজের কেন্দ্রের এহেন অবস্থা দেখে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। নিরাপত্তা চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের দ্বারস্থ হলেন ভাঙরের আইএসএফ বিধায়ক। এদিকে ভাঙরের এই বিধায়কের আবেদনে সাড়া দিয়েছে হাইকোর্ট। আগামীকাল সকাল ১০টায় হবে শুনানি। এদিকে শান্তির বার্তাও দিয়েছেন বিধায়ক। তিনি জানিয়েছেন, ‘শান্তির জন্য পঞ্চায়েতের মনোনয়ন প্রত্যাহার করতেও আমি প্রস্তুত। খুন হানাহানি চাই না। চাইনা আর কারোর প্রাণ চলে যাক।‘