দলের অস্ত্র কি এবার 'কলম' ? সবুজ আবিরে পড়ল কি কালি ?

কুণাল ঘোষ একজন ভারতীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ। তিনি বর্তমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র।

author-image
Adrita
New Update
c

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ তৃৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তার নানা মন্তব্যের জন্য প্রায়শয়ই খবরের শিরোনামে থাকেন। বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত এই কুণাল ঘোষকে এবার আমরা এক নতুন ভূমিকায় দেখব। কি সেটি ? জানেন কি ?

hiring.jpg

আসলে এবার তিনি রাজনীতি থেকে একটু বেড়িয়ে সাহিত্য চর্চায় মন দিয়েছেন। রাজনীতিক কুণাল ঘোষের পরিবর্তে এবার আমরা সাহিত্যিক (Writer) কুণাল ঘোষকে দেখতে পাব। 

hiring 2.jpeg

আর মাত্র দিন কয়েক পরেই বাঙালির প্রিয় দুর্গা পুজো (Durga Puja)। আর এই পুজোতেই এক বাংলা পুজো সংখ্যায় আমরা কুণাল ঘোষের লেখা উপন্যাস পড়তে পারব। তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে সেটির একটু ঝলক দেখিয়েছেন। তিনি তাতে পাঠকদের কাছে একথাও জানতে চেয়েছেন যে সেটি কোন বিভাগের উপন্যাস ?