নিজস্ব সংবাদদাতা: বঙ্গ বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল নিয়ে একটি নতুন খসড়া তৈরি করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় বিজেপির তিন গোষ্ঠীর সঙ্গে কথা বলেই ওই ফর্মূলা চূড়ান্ত করার কাজ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নাড্ডা। অবশ্য মঙ্গলবার রাত পর্যন্ত দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে ফর্মূলা চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এবার নয়া ফর্মূলায় দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে পূর্ণমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ও শুভেন্দু অধিকারীকে বঙ্গ বিজেপির সভাপতির পদে আনতে চান নাড্ডারা। শুভেন্দুর পরিবর্তে বিরোধী দলনেতার পদে দিল্লি চাইছে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে। উত্তরবঙ্গের জন বার্লা ও নিশীথ প্রামাণিককে সরিয়ে পরিবর্তে উত্তরের বালুরঘাটের সাংসদ সুকান্তকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনার পাশাপাশি শংকর ঘোষকে বিরোধী দলনেতা করার প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানা গেছে।