ওভার ডিউটির পরিণতি কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা? জটিল প্রশ্ন তুলল রেলেরই একাংশ

ধীর গতিতে চলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
kanchanacci

নিজস্ব সংবাদদাতা: রেল দুর্ঘটনায় মৃত মালগাড়ি চালককেই দায়ী করেছে রেল বোর্ড। কিন্তু রেলের একাংশ দাবি করছে যে হতে পারে চালকরা ওভার ডিউটি করছিলেন যে কারণে ঘটতে পারে এই দুর্ঘটনা। অর্থাৎ ওভার ডিউটির কারণে হয়তো চালক ক্লান্ত হয়ে পড়েন আর সেই কারণেই সিগন্যাল দেখতে পাননি।

kanchen

রেল বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয়েছে সিগন্যাল এড়িয়ে গেছেন মালগাড়ির চালক। ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে একই ট্র্যাকে ঢুকে যায় ওই মালগাড়ি। 

Add 1