NRC! মমতার সরকারকে চিঠি মোদী সরকারের

এবার এনআরসি নিয়ে বড় খবর। কেন্দ্র নির্দেশ দিল রাজ্যকে। জন্ম-মৃত্যু নথিবদ্ধ করা নিয়ে সিদ্ধান্ত।

author-image
Anusmita Bhattacharya
New Update
amit mamata.jpg

নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের (Lok Sabha Vote) বছর খানেক আগেই রাজ্যের রাজনীতি উত্তপ্ত করে রেখেছে 'এনআরসি'-র চর্চা (NRC)। এবার এই আবহেই রাজ্যকে জন্ম-মৃত্যু নথিবদ্ধ করার তাদের নিজস্ব পদ্ধতির বদলে কেন্দ্রীয় পদ্ধতি অনুসরণ করার পরামর্শ অমিত শাহের (Amit Shah) স্বরাষ্ট্র মন্ত্রকের। ২০১৪ সালে জন্ম-মৃত্যুর অনলাইন নথিবদ্ধ করার যে পদ্ধতি বা পোর্টাল কেন্দ্রে চালু হয়েছে, তাতে এখনও পর্যন্ত ২৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল  থাকলেও নাম নেই পশ্চিমবঙ্গের (West Bengal)। ভুয়ো বা একই নামের একাধিক উপভোক্তার উপস্থিতি এড়াতে ভবিষ্যতে কেন্দ্রের ওই পোর্টালের পূর্ণ ব্যবহার বাধ্যতামূলক করার সম্ভাবনা। রাজ্য প্রস্তাব না মানলে বরাদ্দ সংক্রান্ত নানা জটিলতা হতে পারে মমতার সরকারের (Mamata Govt) ক্ষেত্রে। গত বছরই জন্ম-মৃত্যুর নিজস্ব তথ্যভান্ডার তৈরি করেছে রাজ্য। কিন্তু লিখিত বার্তায় কেন্দ্রের অভিযোগ, কেন্দ্রের পদ্ধতি না মেনে এই কাজ করেছে রাজ্য।