নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার চরমতম নিশানা করল বঙ্গ বিজেপি। মমতা ব্যানার্জির দুটি বক্তব্যের ভিডিওকে প্রকাশ করে বঙ্গ বিজেপির তরফে বলা হয়েছে, "উনি কি নিজেকেই চিটিংবাজ বলছেন?" যার মধ্যে একটিতে আজ মমতা ব্যানার্জিকে আজ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিশ্রুতি দিতে দেখা যাচ্ছে। অন্যটাতে তাকে বলতে দেখা যাচ্ছে, প্রতিশ্রুতি মানেই ভাওতাবাজি। আর বঙ্গ বিজেপি এই ভিডিও প্রকাশ করতেই শোরগোল শুরু হয়েছে।
উলেখ্য, আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বলেছেন, "ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে এগিয়ে এসেছি, জীবনেও অনেক সংগ্রাম করেছি, আপনাদের সংগ্রাম বুঝি। আমি আমার অবস্থান নিয়ে চিন্তিত নই। গতকাল সারারাত বৃষ্টি হয়েছে, আপনারা এখানে বসে প্রতিবাদ করছেন, আমি সারারাত চিন্তিত ছিলাম। আপনার দাবি শোনার পরে, আমি সেগুলি অধ্যয়ন করব। আমি একা সরকার চালাচ্ছি না, আমি অবশ্যই উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আপনার দাবিগুলি অধ্যয়ন করে সমাধান করব। যেই দোষী সাব্যস্ত হবে সে অবশ্যই শাস্তি পাবে। আমি আপনার কাছে কিছু সময় চাইছি। রাজ্য সরকার আপনার (বিক্ষোভরত চিকিৎসক) বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। আমি আপনাকে কাজে ফিরে আসার জন্য অনুরোধ করছি। হাসপাতালের উন্নয়ন, অবকাঠামো, নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় কাজ শুরু হয়েছে এবং আরও করা হবে।”