নিজস্ব সংবাদদাতা: টানা জেরার মুখে কাল পড়তে হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সাড়ে আট ঘণ্টা পর তিনি বেরিয়ে গেলেন কাল রাতে। ম্যারাথন জেরা চলল ইডির সিজিও কমপ্লেক্সে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই প্রথম তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেলা পৌনে বারোটার আশপাশ তাঁকে জেরা শুরু করেন ইডির আধিকারিকরা। দুই দফায় এদিন জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। কোন কোন প্রশ্নের জেরার মুখে পড়তে হল রুজিরাকে? সেই প্রশ্ন উঠছে। বুধবারের এই জেরায় রাজনৈতিক মহলেও বেশ চর্চা তুঙ্গে। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করে কি সন্তুষ্ট হয়েছে ইডি? নাকি ফের ডাক পড়তে পারে তাঁর? প্রশ্ন থাকছেই।