রাজ্যপাল চাইছেন পঞ্চায়েত নির্বাচন বন্ধ করতে! বিস্ফোরক পার্থ

রাজ্যের নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যপালের লড়াই এসেছে প্রকাশ্যে। এবার রাজ্যপালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতার সরকারের এক মন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
parthab

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এবার রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের কারণে আলোচনায় উঠে এলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি অভিযোগ করেন যে রাজ্যপাল বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। রাজ্যপাল কোর্টের সঙ্গে যোগসাজস করে চেষ্টা করছেন যাতে বাংলার পঞ্চায়েত নির্বাচনটা বন্ধ করে দেওয়া যায়। মন্ত্রী পার্থর এই মন্তব্যকে কেন্দ্রর করে সরগরম রাজ্য রাজনীতি। 

এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যপালের সংঘাত তুঙ্গে। রাজ্যপাল কমিশনারের কাজে সন্তুষ্ট নন এবং সেই কারণে তাঁর জয়েনিং লেটারে সই না করেই ফেরত পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। সেটা নিয়েও চলছে রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই নিয়ে গতকাল ঘোষণা করেছেন যে যে যাই করুক না কেন জিতবেন তাঁরাই।