নিজস্ব সংবাদদাতা: কলকাতা বিমান বন্দরে ইরাকের এক বিমানের জরুরী অবতরণ। ওই বিমানে থাকা অসুস্থ কিশোরীর মৃত্যু হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ওই কিশোরী চিকিৎসার জন্য তাঁর বাবা-মায়ের সঙ্গে চিনে যাচ্ছিলেন। মাঝ আকাশে কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হয়। জরুরি অবতরণ করে ইরাকের বিমানটি। কিন্তু শেষ রক্ষা হয় না।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ৩০ মিনিট আগে জরুরি অবরণের জন্য ক্যাপ্টেন কলকাতা বিমান বন্দরের কাছে আবেদন করে। প্রাথমিকভাবে বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীরা তাঁর চিকিৎসা করে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসকরা নানা পরীক্ষা–নিরীক্ষা করলেও হৃদস্পন্দন পাচ্ছিলেন না। হাতের নাড়ি টিপেও সারা পাচ্ছিলেন না। এরপরেই কিশোরীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কিশোরীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি করে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য সময় লাগবে। তার জন্য কিশোরীর পরিবারকে রাতে একটি হোটেলের ব্যবস্থা করা হয়। শুক্রবার সকালে তরুণীর দেহ নিয়ে পরিবার নয়াদিল্লি যান। সেখান থেকেই বাগদাদের উদ্দেশ্যে রহনা দেন।