নিজস্ব সংবাদদাতা: সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরনকে। রাজশেখরনকে পাঠানো হল অপেক্ষাকৃত ক্রম গুরুত্বের এডিজি (ট্রেনিং) পদে। নতুন গোয়েন্দা প্রধানকে নিয়ে এখনও আসেনি নির্দেশিকা।